দুই দিন ধরে নিখোঁজ শিশু তাহমিদ। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও মিলেনি তাহমিদের সন্ধান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ হয়েছিল তাহমিদ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে বাড়ির অদূরে তাহমিদের রক্তাক্ত মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন।
তাহমিদ (৫) নামের ওই শিশু পুঁইছুড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আলমের পুত্র।
তাহমিদের ফুফা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইমরান জানান, মঙ্গলবার দুপুর থেকে তাহমিদ নিখোঁজ ছিল। দুইদিন পর বৃহস্পতিবার ভোরে পুকুরে মৃত ও রক্তাক্ত অবস্থায় তাকে ভাসতে দেখে স্থানীয়রা। ধারণা করছি, গত রাতে হত্যা করে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।