Google search engine

সড়ক ছেড়ে দোকানে যাত্রীবাহী বাস

হঠাৎ সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এ দুর্ঘটনায় সুধীর দাশ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

২১ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সুধীর দাস সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর গ্রামের বরদা দাসের ছেলে।

পুলিশ জানায়, ফেনী থেকে চট্টগ্রামগামী বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় এক পথচারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। একই ঘটনায় বাসের দুই যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, ফেনীর বসুরহাট রুটের সূচনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্ক্র্যাপ জাহাজের মেরিন মেশিনারিজ (পার্টস) দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ