Google search engine

সীতাকুণ্ডের ত্রাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন-কমান্ড জাফর গ্রেফতার

সীতাকুণ্ডে পুলিশের নাশকতা অভিযানে সীতাকুণ্ডের ত্রাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন কমাণ্ড জাফরসহ দুইজনকে গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার দুইশ পিস ইয়াবা পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলওয়ে দিঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাফর আলী (৪০) সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের মৃত আব্দুল আজিজের ছেলে। তার সহযোগী আব্দুল মান্নান প্রকাশ মনা (৩৮) ফকিরহাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার করার লক্ষ্যে অবস্থান করার খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাফর আলী ও আব্দুল মান্নানকে আটক করা হয়। জাফরের দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, গ্রেফতার জাফর সীতাকুণ্ডের ত্রাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন-কমান্ড। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা আছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ