Google search engine

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ গ্রেফতার

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমান আরিফকে গ্রেফতার করা হয়েছে। পুরাতন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করার কথা বলছে পুলিশ।

২২ ডিসেম্বর, শুক্রবার দুপুরে জুমার নামাজের পরে নগরের বন্দর থানার কলসি দিঘি সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছিল আরিফ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল কাদের মজুমদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি পুরাতন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

অন্যদিকে এম এ আজিজ ও আরিফুর রহমান আরিফকে গ্রেফতার করায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

- Advertisement -spot_img

সর্বশেষ