বোয়ালখালীতে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ব্যবসায়ীর নাম মো.সাইফুদ্দিন (৩৫) নাম। তিনি ৪ সন্তানের জনক এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আপির বাপের বাড়ির মো.নুরুল আলমের ছেলে।
মো.সাইফুদ্দিনের ছোট ভাই মো.খোরশেদ আলম জানান, ১৮ ডিসেম্বর দুপুরে কধুরখীল মুক্তিযোদ্ধা রিভার ভিউ এলাকার একটি চায়ের দোকানে সিলিন্ডারের ছড়িয়ে পড়া গ্যাসে আগুনে দগ্ধ হন সাইফুদ্দিন।