Google search engine

বিধি ভঙ্গে ফটিকছড়ির দুই চেয়ারম্যানের বিরুদ্ধে শোকজ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্বাচনের প্রচারণার অভিযোগ ওঠেছিল দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ পাঠিয়েছেন প্রশাসন। চিঠিতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থি কাজ করায় আগামীকাল সোমবার সশরীরে হাজির হয়ে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

গত ২১ ডিসেম্বর বেলা ১১টায় আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির প্রচারণা সভা হয়। একই দিন সন্ধ্যা ৭টায় স্বতন্ত্র প্রার্থী এস এম আবু তৈয়বের প্রচার সভা করেন বাগানবাজার ইউপি চেয়ারম্যান।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থি কাজ করায় আবদুল্লাহপুর এবং বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাদের নোটিশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

এ বিষয়ে চট্টগ্রাম-২ আসনে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘শনিবার সন্ধ্যায় দুই ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। আগামীকাল সোমবার সশরীরে হাজির হয়ে তাদের লিখিত জবাব দিতে হবে।’

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আচরণ বিধিমালা প্রতিপালনে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান মোজাম্মেল হক চৌধুরী।

- Advertisement -spot_img

সর্বশেষ