হাটহাজারীতে সড়কে দুর্ঘটনায় মো. দেলোয়ার (৫৮) নামের এক ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন।
২৪ ডিসেম্বর, রবিবার সোয়া চারটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক হাটহাজারী পৌরসভাধীন মিরেরহাট এলাকায় দ্রুত গতির একটি প্রাইভেটকার মোটর চালিত ভ্যানের পেছনে ধাক্কা ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা দ্রুত ভ্যান চালককে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চমেক রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
গুরুতর আহত দেলোয়ার ভোলা জেলার শসিভিশন উপজেলার চরনাঙ্গলাপাতা ২ নং ওয়ার্ডের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
প্রাইভেটকার চালক জানান, ভ্যানটি হঠাৎ ব্রেক করাতে ধাক্কা লাগে। বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে আমার প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইহাবুল আলম বলেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। বাম পায়ের হাঁটুর আঘাত মারাত্বক। তাই উন্নত চিকিৎসার্থে চমেক রেফার করা হয়েছে।