Google search engine

প্যারিসের এক ফ্ল্যাটে ৪ সন্তানসহ নারীকে হত্যা, স্বামীকে খুঁজছে পুলিশ

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি এলাকা থেকে চার সন্তানসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। খুনি সন্দেহ ওই নারীর স্বামীকে খুঁজছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্যারিসে সাম্প্রতিক সময়ে শিশু হত্যার ঘটনা বেশ বেড়ে গেছে। গত নভেম্বরের শেষের দিকে ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার চার থেকে ১১ বছর বয়সী তিন মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেন।প্যারিসের দক্ষিণ-পূর্ব শহরতলির আলফোর্টভিলে শহরের পুলিশ ওই শিশুদের মরদেহ উদ্ধার করে।

গতকাল সোমবার প্যারিস থেকে ৪১ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত মেক্স শহর থেকে তাদের মরদেহ উদ্ধার করা পুলিশ জানিয়েছে, নিহত নারীর স্বামীকে খুঁজছেন তারা। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে ধরতে পারলেই হয়তো এই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

- Advertisement -spot_img

সর্বশেষ