Google search engine

হজের জন্য নিবন্ধন শুরু করেছে সৌদি আরব

২০২৪ সালের হজের জন্য বিদেশি নাগরিকদের নিবন্ধন শুরু করেছে সৌদি আরব। গতকাল সোমবার থেকে এই নিবন্ধন শুরু হয়। সোমবার (২৬ ডিসেম্বর) সৌদি হজ মন্ত্রণালয় জানায়, সারা বিশ্ব থেকে মুসলিম হজযাত্রীরা এখন থেকে মন্ত্রণালয়ের অধীনে নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে হজের জন্য তাদের পরিবারসহ নিবন্ধন করতে পারবেন ৷

এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া মহাদেশের হজযাত্রীরা এই ঘোষণা মোতাবেক নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে হজযাত্রার জন্য আবেদন করতে পারবেন। নিবন্ধন সম্পর্কে বিস্তারিত তথ্য hajj.nusuk.sa ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

নুসুক হজ হল- হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ওয়ান-স্টপ-শপ প্ল্যাটফর্ম। মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন ধরনের হজ প্যাকেজ অফার করা হবে। একইসঙ্গে এর মাধ্যমে নির্বিঘ্ন হজ পালনও নিশ্চিত করা হবে।

ইমেইলের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খোল যাবে এবং নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে সৌদি গেজেট।

- Advertisement -spot_img

সর্বশেষ