২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সারাদিন বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষে পটিয়ার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন মহানগর ছাত্রলীগের সাবেক নেতারা।
গণসংযোগ করাকালীন পথ সভায় এইসব কথা বলেন বাবর।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দক্ষিণ চট্টগ্রাম ছিল অবহেলিত জনপদ। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এ জনপদের চেহারা পাল্টে গেছে।
বাবর বলেন, আওয়ামী লীগ সরকারের সুশাসন ও উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ পটিয়ার ঘরে ঘরে পৌঁছে গেছে।
এ এলাকার মানুষের আত্মসামাজিক উন্নয়ন যেভাবে হয়েছে তেমনি অর্থনৈতিক সম্মৃদ্ধিও এসেছে। তাই আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বিপুল ভোট বিজয়ী করার দায়িত্ব পটিয়াবাসীর।
এতে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, মহানগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাবেক ছাত্রনেতা জাফর উল্লাহ, লিটু দাস বাবলু, রাজিব দত্ত রিংকু, আসিফ মুন্না, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, হাবিব উল্ল্যাহ নাহিদ, কাজী আলমগীর, ফারুকুল ইসলাম অংকুর ও মো. দেলোয়ার প্রমুখ।