বরিশালে নির্বাচনি জনসভা মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৯ ডিসেম্বর, শুক্রবার ঠিক বিকাল ৩টায় তিনি বোন শেখ রেহানাকে নিয়ে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে ওঠেন।
এর আগে দুপুর ১টায় প্রধানমন্ত্রী সড়ক পথে বরিশাল সার্কিট হাউজে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বিকালে জনসভা স্থলে পৌঁছান এবং সেখানে বক্তব্য দেবেন।
এদিকে, প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে মানুষের ঢল নেমেছে। সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পুরো মাঠজুড়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। এ জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি পানি থেকে শুরু করে শৌচাগারের ব্যবস্থাও রাখা হয়েছে মাঠে।