Google search engine

রাঙ্গুনিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব বলছে, আসামিরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশিয় আগ্নেয়াস্ত্র বিক্রিসহ নানা অপরাধমূলক কাজে জড়িত।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে করে দুই অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম খুরসীয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রোকন (৪১) ও টেকনাফের উত্তর নয়াপাড়ার মৃত আমীর হোসেনের ছেলে মো. সিরাজুল হক (৩২)।

নূরুল আবছার জানান, বিশেষ অভিযানে তারা গ্রেফতার হয়েছেন। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তাদেরকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ