Google search engine

অধিনায়ক হয়ে ফিরছেন হাসারাঙ্গা

শ্রীলঙ্কার অন্যতম ভরসার নাম হয়ে উঠেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু চোটের কারণে তার সেরা ফর্মকে কাজে লাগাতে পারেনি দলটি। এশিয়া কাপ ও বিশ্বকাপে এই অলরাউন্ডারের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছেন লঙ্কানরা। অবশেষে দলে ফিরছেন তিনি। সেটিও আবার অধিনায়ক হিসেবে।

জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে শ্রীলঙ্কার। ওই সিরিজেই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাঠে নামছেন চোট থেকে সেরে ওঠা হাসারাঙ্গা। তবে তাকে ছোট সংস্করণের অধিনায়ক করা হলেও ওয়ানডেতে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। এ দিকে বিশ্বকাপে চোটে পড়ে নেতৃত্ব হারানো দাসুন শানাকা দলে থাকলেও অধিনায়কের দায়িত্বে তাকে দেখা যাবে না।

আগস্টে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার সময়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা হয়নি তার। এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপে ফেরার ইঙ্গিত ছিল। তবে শেষ পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেও চোটে পড়ে ফেরার সম্ভাবনা শেষ হয়।

এ দিকে বিশ্বকাপে ভরাডুবির কারণ দেখিয়ে গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এরপরে আইসিসির নিষেধাজ্ঞার খড়গে পড়ে দেশটি। এই ঘটনায় তোপের মুখে পড়েন রানাসিংহে, ছাড়তে হয় মন্ত্রিসভা। এরপরে উপুল থারাঙ্গাকে চেয়ারম্যান করে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করে শ্রীলঙ্কা। এই কমিটিতে রয়েছেন অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পারানাভিতানা ও দিলরুয়ান পেরেরা। আর এক বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সনাৎ জয়াসুরিয়া।

- Advertisement -spot_img

সর্বশেষ