Google search engine

নির্বাচন ঘিরে এখনও কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচন ঘিরে এখনও কোনো হুমকি নেই। চোরাগোপ্তা হামলার বিষয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে আমাদের আলাদা নজরদারি আছে। সবমিলিয়ে আমরা চাই, ৭ জানুয়ারি সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হোক।

৩১ ডিসেম্বর, রবিবার দুপুরে নগরের উত্তর পতেঙ্গা স্টীলমিল বাজারে র‌্যাব-৭ এর সদর দপ্তরে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচনের আগে আমরা কাজ করছি। নির্বাচনের দিনও আমাদের দায়িত্ব থাকবে। ভোটার যাতে নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে এবং ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।

সাংবিধানিকভাবে ভোট দেওয়া না দেওয়ার অধিকার সবার রয়েছে উল্লেখ করে মহা পরিচালক বলেন, যদি কেউ মনে করে ভোট দিবে না-সেটা তার বিষয়। তবে কেউ যদি ভোট দিতে চায় আর কেউ যদি এতে বাধা দেয়, আমরা সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেব। কে হারবে কে জিতবে সেটি আমাদের বিষয় নয়। আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশন আগেই নির্দেশনা দিয়েছে জানিয়ে এম খুরশীদ হোসেন বলেন, অবৈধ অস্ত্র তো অবশ্যই ধরবো। বৈধ অস্ত্রের যদি অবৈধ ব্যবহার হয়, সেক্ষেত্রেও ব্যবস্থা নেবো। নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা কাজ করবে তাদের সঙ্গে সমন্বয় থাকবে। আরেকটা বিষয়, বাস্তবতা হচ্ছে একটা আসনে যতগুলো কেন্দ্র রয়েছে তত স্ট্রাইকিং ফোর্স তো আর নেই। আমরা টহলে থাকবো। কোথাও ক্রাইসিস হলে সেখানে আমরা দ্রুত যাব। সেক্ষেত্রে যাওয়ার যে সময় শুধু সেটাই লাগবে।

- Advertisement -spot_img

সর্বশেষ