Google search engine

সন্দ্বীপে অস্ত্রসহ ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সন্দ্বীপে অস্ত্রসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির (৩৮) গ্রেফতার হয়েছেন। পুলিশে ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার সমির মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন সমির।

জানা গেছে, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রচার চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে নৌকা ও ঈগল প্রতীকের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। সন্দ্বীপ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জয়নুল বাদী হয়ে এই মামলা করেন।

সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, গত ২৪ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রবিউল আলম সমির। অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তার কাছ থেকে একটি দেশিয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।

- Advertisement -spot_img

সর্বশেষ