Google search engine

শনিবার থেকে ৩ দিন সেন্টমার্টিনের সব বন্ধের সিদ্ধান্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কক্সবাজারে টেকনাফ- সেন্ট মার্টিন নৌপথে জাহাজসহ পর্যটকবাহী সব ধরনের নৌযান চলাচল এবং দ্বীপের হোটেল মোটেল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহিন ইমরান।

শনিবার সন্ধ্যায় গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কক্সবাজার জেলা পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, নির্বাচনের আগের দিন, ভোট গ্রহণের দিন ও ভোটের পরদিন সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ও সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দ্বীপটিতে কোনো বহিরাগত লোকজন থাকতে পারবেন না। নির্বাচনকালীন বহিরাগত ব্যক্তিদের চলাচল যেহেতু বন্ধ থাকবে, সে জন্য ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সব দ্বীপটির সব হোটেল-মোটেল ও গেস্টহাউস বন্ধ থাকবে।

৫ জানুয়ারি (শুক্রবার) একটি জাহাজে করে সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করা সব পর্যটককে টেকনাফে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, বর্তমানে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আটটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের জন্য নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রতিটি জাহাজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ