রাউজান থানার পাঁচ বছরের সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথে এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. সেলিম। পুলিশ বলছে, গ্রেফতার সেলিম চান্দগাঁও থানার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি।
রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে মো. সেলিম।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, চান্দগাঁও থানার মামলায় ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.সেলিম পলাতক ছিলেন। রোববার রাতে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাউজান থানায় সেলিমের বিরুদ্ধে ৫ বছরের সাজা পরোয়ানা রয়েছে।