রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ি যেন মৃত্যুর দূত হিসেবে রূপ নিয়েছে। দুই দিনের ব্যবধানে চাঁদের গাড়ি কেড়ে নিয়েছে দুই জনের প্রাণ। সোমবার (০১ জানুয়ারি) রাঙ্গুনিয়ায় গাছ বোঝাই চাঁদের গাড়ির (জিপ) ধাক্কায় আবদুল কুদ্দুস (৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সকালে রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর লালশাহ মুয়াজ্জেম মাজার সংলগ্ন সেগুন বাগিচা সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুদ্দুস ওই এলাকার চুন্নুর টেক গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নিশ্চিন্তাপুর থেকে চন্দ্রঘোনাগামী একটি মাল বোঝাই চাঁদের গাড়ি বেপরোয়া গতিতে যাচ্ছিল। গাড়িটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা। তবে চালক পালিয়ে গেলেও ঘাতক চাঁদের গাড়িটি আটক করে স্থানীয়রা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় চাঁদের গাড়ির ধাক্কায় ইমরান হোসেন (৩০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সিকদার পাড়ার রুস্তম আলীর ছেলে। ওই ঘটনায় গাড়ি পুলিশের হেফাজতে থাকলেও এখনও চালক গ্রেফতার হননি।
এলাকাবাসী জানায়, নিহত দিনমজুর আবদুল কুদ্দুস পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ ভ্যানে করে নিয়ে এসে এলাকায় বিক্রি করে সংসার চালাতো। প্রতিদিন ন্যায় আজ সকালে কাঠ সংগ্রহের উদ্দেশ্য ভ্যান (টলি) গাড়ি নিয়ে বের হয়ে পাহাড়ের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির ‘ঢাকা গ-৯১৫ নাম্বারের একটি চাঁদের গাড়ি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল কুদ্দুস মারা যান।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, একটি চান্দের গাড়ির ধাক্কায় আবদুল কুদ্দুস নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাটি আমরা জানার আগেই ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়ে গেছে। স্থানায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, দুটি চাঁদের গাড়ি দ্রুতগতিতে একটি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে কুদ্দুস গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি চন্দন কুমার।