চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষে পক্ষপাতিত্ব করার অভিযোগে এসআই সনজয় ঘোষ ও এএসআই মো. জিয়াউল হক জিয়া নামের দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। কয়েকদিন আগেই থানার ওসি নেজাম উদ্দিনকেও প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার দুই পুলিশ কর্মকর্তাকে সোমবার (১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
চট্টগ্রাম-১২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী গত ২৯ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের কাছে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোলাইমান, এসআই সনজয় ঘোষসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে তাদের পটিয়া থানা থেকে দ্রুত বদলির আবেদন করেন।
অভিযোগে উল্লেখ করা, ওই পুলিশ কর্মকর্তারা স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষ নিয়ে পটিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ঘরে ঘরে গিয়ে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।
নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী বলেন, দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার কারণে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী নিজেই ওসিসহ আটজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই ও এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।