Google search engine

রেলযাত্রী সেবায় নারী স্টুয়ার্ড

বিমানের আদলে রেলপথে যাত্রীদের সেবায় যুক্ত হয়েছে নারী স্টুয়ার্ড। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের সেবা দিতে প্রথম নারী স্টুয়ার্ড যুক্ত হওয়ার পর ‍দ্বিতীয় ধাপে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও নারী স্টুয়ার্ডদের দেখা গেছে। ধাপে ধাপে সব রুটে চলমান আন্তঃনগর ট্রেনে নারী স্টুয়ার্ড যুক্ত করা হবে বলে রেলসুত্রে জানা গেছে।

০২ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটিতে ১২ জন নারী স্টুয়ার্ড দায়িত্ব পালন করতে দেখা গেছে।

জানা গেছে, রেল মন্ত্রণালয় থেকে নির্দেশনার পর নারীদের ট্রেনিংয়ের ব্যবস্থা শুরু করে। তারপর একে একে তাদের আন্তনগর ট্রেনে যুক্ত করা হয়েছে। নারী হিসেবে যাতে তারা কোনো সংকোচ না করেন, সেদিকেও নজর রাখার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা রাখা হয়েছে।

রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল ইসলাম বলেন, আধুনিক ট্রেনসেবার অংশ হিসেবে প্রথম কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে নারীরা যুক্ত হয়। এখন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও নারী সেবক যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেনে নারীদের যুক্ত করা হবে। এই ট্রেনে যাওয়া-আসা মিলিয়ে ৫০ জন নারী স্টুয়ার্ড সেবা দিচ্ছেন।

- Advertisement -spot_img

সর্বশেষ