ইদানিং নগরীতে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। হাঁটার সময় কিংবা পরিবহন থেকে নগরবাসীর কাছে থেকে ছিনতাই হচ্ছে মোবাইল। আবার ছিনতাইকৃত মোবাইল বিক্রির মাধ্যমে হাত বদলে চলে যাচ্ছে আরেকজনের কাছে। ছিনতাই, চুরি হওয়া মুঠোফোন উদ্ধার করতে পুলিশের কাছে ধরনা দিচ্ছেন ভুক্তভোগীরা।
তবে ছিনতাইকারী পুলিশ কর্তৃক গ্রেফতার হলেও শ্রীঘরে তাদের বেশি থাকা হয় না। শ্রীঘর থেকে বেরিয়ে ফের হাতের কাজে (ছিনতাই) ফিরে তারা। তবে এসব চুরি,ছিনতাইকারীদের আপন,স্বজন বলতে কিছুই নাই। এবার তাদের খপ্পরে পড়েছেন ইতালিয়ান আলোচিত্রী শিল্পী।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালী থানার আশকার দিঘীরপাড় কর্ণফুলী টাওয়ারের সামনে থেকে সিএনজি যোগে ছিনতাইকারী ছোঁ মেরে নিয়ে গেছে ক্রিস্টিনা জেম্মা নামের এক আন্তর্জাতিক আলোকচিত্রী শিল্পীর ব্যাগ।
জানা গেছে, তিনি দুই মাস ধরে চট্টগ্রামে অবস্থান করছেন। কয়েকদিন আগে চট্টগ্রামে অনুষ্ঠিত একটি আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন। বুধবার (৩ জানুয়ারি) ভারতে যাওয়ার জন্য টিকেট কাটার কথা ছিল তার। ২০ তারিখ পর্যন্ত তার ভিসার মেয়াদ আছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বাংলাদেশি ২ বন্ধুকে নিয়ে ইতালিয়ান ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ওই নারীর গা ঘেঁষে যায়। অটোরিকশার গতি কমিয়ে ছিনতাইকারীরা ওই নারীর কাঁধে থাকা ব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়।
ক্রিস্টিনা জেম্মা জানান, তিনি ও তার ২ বন্ধু চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে হেঁটে জামালখান যাচ্ছিলেন। পথিমধ্যে এটিএম বুথ থেকে ৩০ হাজার টাকা তুলেছিলেন। ব্যাগে সেই ৩০ হাজার টাকা, মোবাইল ও ক্রেডিট কার্ড ছিল।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বুধবার বলেন, আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত ফুটেজগুলো দুর্বল হওয়াতে ছিনতাইকারীদের ব্যবহৃত অটোরিকশার নম্বর চিহ্নিত করতে সময় লেগেছে। ছিনতাইকারীদের গ্রেফতার ও ব্যাগ উদ্ধারের চেষ্টা চলছে।