দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং ফুটপাতে নির্বাচনী ক্যাম্প বসিয়ে জরিমানা দিলেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের প্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষাণ। ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি দিয়ে সোমবার (১ জানুয়ারি) স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেন স্বতন্ত্র প্রতীকের প্রার্থী বিজয় কুমার চৌধুরী।
অপরদিকে কামাল বাজার এলাকায় ফুটপাত দখল করে করেছেন নির্বাচনী ক্যাম্প। প্রার্থী জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর পরিপন্থি কার্যক্রম করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার শামিল।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত চট্টগ্রাম ৮ আসনে নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী কালুরঘাটের কামাল বাজার এলাকায় দৈনিক পত্রিকায় বিধিবহির্ভূত বিজ্ঞাপন দেয়া এবং ফুটপাত দখল করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করার ৩০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি বলেন, প্রার্থী জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর পরিপন্থি কার্যক্রম করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাকে এই দণ্ড দেওয়া হয়।