দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণকালে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ (৫৭) ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
০৩ জানুয়ারি বুধবার সকালে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম।
আটক অন্যরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন (৪৫), মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলঅম (৩১), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ দিনাজ (৩৬), সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু (২৭), ফজলুল করিম (২৮), ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদ (২৮), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন (২০) ও বিএনপি কর্মী অলি উল্লাহ (৪৫), সাহেদ (২০)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে নির্বাচন বানচাল করতে লিফলেট বিতরণ, মিছিল ও গাড়ি চলাচলে বাধা দেওয়ার সময় উপজেলা বিএনপির আহবায়কসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটকদের ভেতর কয়েকজনের বিরুদ্ধে থানায় পূর্বেই মামলা রয়েছে।
আটকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।