দুই দিনের ব্যবধানে এবার পটিয়া থানার ওসি (তদন্ত) মো. সোলাইমানকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের পক্ষ নেওয়ায় অভিযোগ ওঠেছে। নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষপাতিত্বের লিখিত অভিযোগ করেন।
মোতাহেরুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সম্প্রতি সোলাইমান পটিয়া থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থীর এজেন্ডা বাস্তযায়ন করছেন বলে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ইসিসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেন।
পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, থানার ওসি (তদন্ত) সোলাইমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে এখনো নতুন কাউকে দেওয়া হয়নি।
সোলাইমান পটিয়া থানার ওসির (তদন্ত) দায়িত্ব পালনের আগে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।