Google search engine

শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া

বিশ্বকাপের পর ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ওয়ানডে দলেও এসেছে বড়সড় পরিবর্তন। এবার টেস্ট অধিনায়কের নামও জানালো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সাদা পোশাকে দলের নেতৃত্ব সামলাবেন ধনঞ্জয়া ডি সিলভা।

টেস্টে অধিনায়ক বদলের বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসি’র নির্বাচক কমিটির চেয়ারম্যান উপুল থারাঙ্গা। দিমুথ করুনারত্নের জায়গায় দায়িত্ব পেয়েছেন ধনঞ্জয়া। শ্রীলঙ্কার ১৮তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় এই ব্যাটসম্যান।

বেশ কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনের অবিচ্ছেদ্য অংশ ধনঞ্জয়া। শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ৫১ টেস্ট। তাতে ব্যাট হাতেও দেখা পেয়েছেন সাফল্যের। করেছেন ১০ শতক ও ১৩ অর্ধশতক। আফগানিস্তানের বিপক্ষে ৬ ফেব্রুয়ারি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন ধনঞ্জয়া।

এর আগে বুধবার (৩ জানুয়ারি) ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করেছে এসএলসি। সেই দলে অবশ্য জায়গা হয়নি ধনঞ্জয়ার। তিনিসহ বিশ্বকাপে খেলা ৯ জন বাদ পড়েছেন। মূলত নতুনদের নিয়েই সীমিত ফরম্যাটে আগাতে চায় শ্রীলঙ্কা।

- Advertisement -spot_img

সর্বশেষ