Google search engine

বিজিবির টহল গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ৮

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলাতে সড়ক দুর্ঘটনায় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যসহ আটজন গুরুত্বর আহত হয়েছেন।

০৫ জানুয়ারি, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের রাইচমিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলায় বিজিবি মোতায়েন করা হয়। গত কয়েকদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় বিজিবির গাড়ি টহল দিচ্ছে। আজ সকালে বিজিবির টহলরত গাড়ি রাইচমিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাস ও বিজিবির গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এতে বিজিবির পাঁচ সদস্য ও তিনজন যাত্রী গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পাঁচজন বিজিবির সদস্যকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানা ওসি আরজু সাজ্জাদ হোসেন। তিনি বলেন, উদ্ধার কাজ চলছে। গুরুত্বর আহত বিজিবির সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রংপুরের পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ