মুখ বেঁধে ফয়সাল নামের এক রোহিঙ্গা যুবককে ঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত একদল সন্ত্রাসী। শরণার্থী ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ তাকে খুন করা হতে পারে বলে ধারনা করছে পুলিশ।নিহত মো. ফয়সাল (২৮) ওই ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা মো. রফিকের ছেলে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুপালং ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন স্বজনদের বরাত দিয়ে বলেন, “রাত ১০টার দিকে একদল অজ্ঞাত সন্ত্রাসী মুখ বেঁধে ফয়সালকে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে ওই ক্যাম্পের ডি-৮ নম্বর ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়।”
তিনি আরও বলেন, খবর পেয়ে ভোরে থানা ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, “কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।”
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।