বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুবৃত্তদের দেওয়া আগুনে চার যাত্রী ট্রেনের বগিতেই পুড় মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে এ খবর জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে।
তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
০৫ জানুয়ারি শুক্রবার বেনাপোল থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ট্রেনটি রাতে কমলাপুর স্টেশনে প্রবেশের সময় গোপীবাগ এলাকায় অগ্নিসংযোগের শিকার হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণ হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এখনও কাজ করে যাচ্ছে তবে নির্বাপনের ঘোষণা এখনও দেওয়া হয়নি।
তালহা বিন জসিম বলেন, রাত ৯টা পাঁচ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদের পর ধাপে ধাপে পাঁচটি ইউনিট পাঠানো হয়।
বেনাপোল এক্সপ্রেসের পাঁচটি বগি একেবারে পুড়ে গেছে
বলে জানান ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের একটি জ্বলন্ত বগির জানালায় একজন নিথর হয়ে পড়ে আছেন।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেলস্টেশনে প্রবেশের সময় বেনাপোল এক্সপ্রেসের ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে।