Google search engine

ভোটের আগে ভোটকেন্দ্রে আগুন

গাজীপুরে তিনটি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক স্কুল, টিএনটি সরকারি প্রাথমিক স্কুল ও কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক স্কুল অফিস কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া তিনটি স্কুলের মধ্যে দুটি স্কুলে ভোটকেন্দ্র থাকলেও একটি স্কুলে ভোট কেন্দ্র ছিল না। গতকাল শুক্রবার মধ্যরাতে এসব ঘটনা ঘটেছে।

স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক স্কুলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে স্কুলটির কয়েকটি কক্ষ পুড়ে গেছে। অন্যদিকে রাত সাড়ে তিনটার দিকে ১৮ নম্বর ওয়ার্ডে টিএনটি সরকারি প্রাথমিক স্কুলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায়।

টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, ‘রাত তিনটার দিকে স্কুল থেকে নৈশপ্রহরী আমাকে ফোন দিয়ে বলেছে স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আমি ৯৯৯-এ (জরুরি হটলাইন নম্বর) ফোন করি। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায়। স্কুলটিতে ভোট কেন্দ্র ছিল না।’

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ ওসি আবু সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক স্কুলের আংশিক পুড়ে যায়। টিএনটি সরকারি প্রাথমিক স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায়।’

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক স্কুলের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে স্কুলটির শিক্ষকরা অফিস কক্ষে সামনে গিয়ে দেখেন অফিস কক্ষ পড়ে আছে। এছাড়া, অফিস কক্ষে থাকা সব ধরনের প্রয়োজনীয় নথি ও অল্পবিস্তর নতুন বইও পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্কুলটির সভাপতি আলতাফ হোসেন বলেন, ‘অফিস কক্ষে অনেক মূল্যবান নথি ছিল। কিছু ছাত্র অনুপস্থিত থাকায় তাদের নতুন বই ও অফিস কক্ষে রাখা ছিল। সব পুড়ে গেছে।’

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ‘খবর পেয়ে সকালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া নেওয়া হবে।’

- Advertisement -spot_img

সর্বশেষ