Google search engine

সীতাকুণ্ডে পণ্যবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সীতাকুণ্ডে একটি পণ্যবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানে থাকা পণ্যভর্তি ড্রাম পুড়ে গেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

০৬ জানুয়ারি, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে পণ্যবাহী পিকআপ ভ্যানের গতিরোধ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, পিকআপ ভ্যানে থাকা পণ্যভর্তি ড্রাম পুড়ে গেছে। আগুনে লক্ষাধিক টাকার পণ্য পুড়ে গেছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

সর্বশেষ