Google search engine

চট্টগ্রামে ভোটকেন্দ্রে আগুন

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া স্কুলটিতে আগামীকাল রবিবার ভোটগ্রহণ করা হবে। এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র। কেন্দ্রটিতে ৩ হাজার ২৯২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে এক হাজার ৬২৫ জন পুরুষ এবং এক হাজার ৬৬৭ জন নারী ভোটার রয়েছেন।

০৬ জানুয়ারি, শনিবার ভোর ৫টার দিকে থানার ৩৮ নম্বর ওয়ার্ড ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের সিনিয়র অফিসার মো. শামীম মিয়া পূর্বকোণকে বলেন, ভোর ৫টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে। তারা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

- Advertisement -spot_img

সর্বশেষ