দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ৫৭ ও ৫৮ নম্বর কেন্দ্র মিঠাছড়া উচ্চ বিদ্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কেন্দ্র প্রধান ও এজেন্টকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
০৭ জানুয়ারি, রবিবার সকালে ভোট শুরু আগেই তাকে একটি বাড়িতে আটকে রাখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মীরা।
তিনি স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের এজেন্ট অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাহিদ হোসেন। খবর পেয়ে গিয়াসউদ্দিন প্রশাসনকে এ ব্যাপারে অবহিত করেন।
সকাল সাড়ে ৯টার দিকে ইউএনও মাহফুজা জেরিন ও থানার ওসি সহিদুল ইসলাম এসে তাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে অবহিত করা হয়েছে।