Google search engine

কে এই অস্ত্রধারী, খুঁজছে পুলিশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে গুলি হাতে ওই যুবককে খুঁজছে পুলিশ। রবিবার (০৭ জানুয়ারি) চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুইপক্ষের সংঘর্ষে ওই যুবককে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে। তবে তার নাম পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। অস্ত্রধারী যুবকের বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ জানান, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এসময় একজন যুবক প্রকাশ্যে গুলি করছে এরকম একটা ছবি আমাদের কাছে এসেছে। আমরা তাকে শনাক্ত করার কাজ করছি। আশা করছি খুব দ্রুত তাকে গ্রেফতার ‍করা সম্ভব হবে।

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুইপক্ষের সংঘর্ষে শান্ত বড়ুয়া (২৪ ও মো.জামাল (৩৫) নামের দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। গুলিবিদ্ধ শান্ত বড়ুয়া নগরীর আকবারশাহ থানার নুরিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার আশিক বড়ুয়ার ছেলে এবং মো.জামাল নগরীরর খুলশী থানার ঝাউতলার আরজু মিয়া কলোনির আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।

০৭ জানুয়ারি, রবিবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল ভাই ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে দু’পক্ষের সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হয়। নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

- Advertisement -spot_img

সর্বশেষ