Google search engine

চট্টগ্রাম-১ সংসদীয় আসনে নৌকা প্রার্থী রুহেল বিজয়ী

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট।

০৭ জানুয়ারি, রবিবার রাত ৮টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৩৯ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।

মিরসরাই আসনে মোট ভোটার তিন লাখ ৬৬ হাজার ৬২৫ জন। আসনটির ১০৬ ভোটকেন্দ্রের ৭১৭ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

- Advertisement -spot_img

সর্বশেষ