Google search engine

ড্রামট্রাকের চাপায় অটোরিকশা, তিন যাত্রীর মৃত্যু

মানিকগঞ্জের সদর উপজেলার আউটপাড়া এলাকায় ড্রামট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

০৮ জানুয়ারি সোমবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন।

হাবিল হোসেন বলেন, সদরের আউটপাড়া এলাকায় ড্রামট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ড্রামট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে ।

- Advertisement -spot_img

সর্বশেষ