Google search engine

গণভবনে সাংবাদিক-পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার বিজয়ী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৮ জানুয়ারি সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে গণভবনে এ অনুষ্ঠান শুরু হয়।

গণভবনের সবুজ লনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের শতাধিক সাংবাদিক ও পর্যবেক্ষক উপস্থিত আছেন। অনুষ্ঠানের শুরুতে ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

২৯৯টি আসনের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ।

- Advertisement -spot_img

সর্বশেষ