Google search engine

মদিনা থেকে সরাসরি চটগ্রামে ফ্লাইট

মদিনা-চট্টগ্রাম রুটে আবার ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে একদিন মঙ্গলবার মদিনা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল কান্তি বড়ুয়া জানান, চট্টগ্রাম থেকে সৌদিআরবগামী যাত্রীরা সপ্তাহে তিন দিন বিমানবাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দা যেতে পারছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানে মদিনা থেকে ১৩৮ যাত্রী আনার মধ্য দিয়ে এ রুটের কার্যক্রম শুরু হয়েছে।

মদিনায় যেতে পারেন বৃহস্পতিবারের ফ্লাইটে। এখন মদিনা থেকে মঙ্গলবার সরাসরি চট্টগ্রাম আসতে পারছেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বাংলানিউজকে বলেন, মদিনা-চট্টগ্রাম রুটের প্রথম ফ্লাইটে ১৩৮ জন যাত্রী এসেছেন। শিগগির চট্টগ্রাম থেকে নতুন নতুন রুটে ফ্লাইট চালু হবে এবং খ্যাতনামা এয়ারলাইন্স অপারেশন শুরু করবে আশাকরি।

- Advertisement -spot_img

সর্বশেষ