Google search engine

হাওয়াই দ্বীপের সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলিউয়া বিশ্বের সুপ্ত আগ্নেয়গিরি গুলির মধ্যে অন্যতম একটি আগ্নেয়গিরি। গত ৭ জুন হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এই আগ্নেয়গিরি। বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে লাভা। মাঝে মধ্যেই এই আগ্নেয়গিরিটি জেগে ওঠে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে এই আগ্নেয়গিরির বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এনেছে। সেখানেই ধরা পড়েছে লাভা বেরিয়ে আসার দৃশ্য। ইতিমধ্যেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন কৌতুহলী পর্যটকরা।

দর্শকদের কৌতুহল সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ন্যাশনাল পার্কের একটি বিশেষ অংশ থেকে তোলা হয়েছে আগ্নেয়গিরির ওই দৃশ্যগুলো। তবে সেখান থেকে ছবি তোলার সময় দর্শকদের সতর্কও করা হয়েছে।

জিওলজিক্যাল সার্ভে থেকে জানানো হয়, এই অগ্ন্যুৎপাত পুরোটাই একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। হাওয়াই ন্যাশনাল পার্কের মধ্যেই এই ঘটনা ঘটছে যা সাধারণ লোকালয়ের থেকে অনেকটাই দূরে। জনবসতির থেকে দূরে হওয়ায় নাগরিকদের উপর কোনও ক্ষতিকর প্রভাব পড়েনি।

- Advertisement -spot_img

সর্বশেষ