Google search engine

সবাই বিয়ে করছে!

টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় কবে বিয়ে করবেন? এই প্রশ্ন বহু বছর ধরে শুনে আসছেন নায়ক-নায়িকা। কিন্তু সে কথায় কোনো কানই দিতে রাজি নন তাঁরা। নিজেদের মতো করে উপভোগ করছেন তাঁদের জীবন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অন্য ধরনের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী কৌশানী। এতে দেখা যাচ্ছে, একটি স্লিপ থেকে গড়িয়ে নামছেন নায়িকা। বাচ্চাদের মতো নানা খেলায় মজেছেন অভিনেত্রী। সেখানে অবশ্য তিনি একা ছিলেন না। ছিলেন প্রেমিক বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতিসহ আরও অনেকে।

ভিডিওটি পোস্ট করে নায়িকা লেখেন, ‘এদিকে সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে। অন্যদিকে আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনও ছোট থাকতে পেরে খুশি।’ তাঁর ভিডিও দেখে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন।

২০২৩ সালে প্রথম বার ওয়েব সিরিজে কৌশানীকে দেখেন দর্শক। শেষ তাঁকে দর্শক দেখেছিল ‘ডাল বাটি চুরমা’ সিনেমাতে।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি নতুন সিনেমার কাজ শুরু করবেন কৌশানী। তবে সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। শোনা যাচ্ছে, এই সিনেমাতেও দেখা যাবে বনি-কৌশানী জুটিকে।

- Advertisement -spot_img

সর্বশেষ