Google search engine

নগরীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

নগরীতে অস্ত্র-গুলিসহ মো.মেহেরাজ (২২) নামের এক যুবক গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাতে নগরীর স্টেশন রোড ৭ নম্বর বাস পার্কি এর মাঠ থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতার মেহেরাজ ,বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর গ্রামের হাছান চৌধুরী বাড়ির মো. নাছিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, বিশেষ অভিযান মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে স্টেশন রোড থেকে মো. মেহেরাজকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মেহেরাজ অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, জব্দকৃত অস্ত্র দিয়ে নগরের টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, আটমার্চিং মোড়, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, ষ্টেশন রোড, সিআরবি ও গোয়ালপাড়াসহ নগরের বিভিন্ন স্থানে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড করতো। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ