Google search engine

চট্টগ্রাম আদালত ভবনের পাশে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম আদালতে প্রবেশ করার মূল ফটকের পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত।

১১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে ছিলেন।

তৌহিদুল ইসলাম বলেন, এখানে সরকারি খাস জমিতে প্রায় ১৭টির মতো ছোট-বড় যে দোকানগুলো ছিল, সেগুলো আমরা উচ্ছেদ করছি। এই জমিতে প্রায় ১৪ দশমিক ৩৬ শতক সরকারি জায়গা রয়েছে। যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনাগুলো ছিল। এই এরিয়াতে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আদালত প্রাঙ্গন রয়েছে। এখানে উঠানামার যে রাস্তাটি রয়েছে সেটি খুবই সরু। যার কারণে স্থাপনাগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে, চলতে ফিরতে অসুবিধা হচ্ছে।

- Advertisement -spot_img

সর্বশেষ