মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সাবেক সদস্য খুন হয়েছে। কক্সবাজারের উখিয়ায় ঘর থেকে তুলে নিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। তার নাম করিম উল্লাহ (৩৭) । তিনি রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝি।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে জানা গেছে করিম আরসার সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু সম্প্রতি আরসা থেকে অব্যাহতি নেন এবং মিয়ানমারের আরেক বিচ্ছিন্নতাবাদি সংগঠন আরএসও-এর সোর্স হিসেবে কাজ করছিলেন।আরএসওকে আরসা সদস্যদের বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়ায় সন্ত্রাসীরা করিমকে হত্যা করে বলে প্রচার পায়।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত করিম উল্লাহ কুতুপালং ২০ নম্বর ক্যাম্পের সাবেক মাঝি ও ব্লক-এম/২৭ এর মৃত গনি মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে আর্মড পুলিশের অধিনায়কঅতিরিক্ত ডিআইজি ইকবাল বলেন, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত ১০/১২ জন লোক একত্রিত হয়ে করিম উল্লাহকে তুলে নিয়ে দা দিয়ে তার গলা কাটে। এ অবস্থায় তাকে ফেলে রেখে বিভিন্ন গলিপথ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে করিমকে মৃত অবস্থায় দেখতে পান। হত্যাকারী সবাই আরসার সদস্য বলে ধারণা সাধারণ রোহিঙ্গাদের।
অপরদিকে, নিহত করিম উল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় ওয়ারেন্টও ছিল। উখিয়া থানা পুলিশের একটি টিম লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করেন অধিনায়ক।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে করিম আরসার সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু সম্প্রতি আরসা থেকে অব্যাহতি নেন এবং মিয়ানমারের আরেক বিচ্ছিন্নতাবাদি সংগঠন আরএসও-এর সোর্স হিসেবে কাজ করছিলেন।আরএসওকে আরসা সদস্যদের বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়ায় সন্ত্রাসীরা করিমকে হত্যা করে বলে প্রচার পায়।