আনোয়ারায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার আসামি মো. ফারুককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কর্ণফুলী থানাধীন শিকলবাহা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ফারুক আনোয়ারার বৈরাগী পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র।
র্যাব জানায়, দীর্ঘদিন বাড়ির সীমানা নিয়ে গ্রেফতার ফারুকের প্রতিবেশি আবুল বশরের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে গত বছর ২১ এপ্রিল আবুল বশরের পরিবার বাড়ির সীমানায় বাঁেশের বেড়া নির্মাণ কাজ শুরু করলে গ্রেফতার ফারুক এবং তার অন্যান্য সহযোগী আসামিরা বাধা দিলে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা আবুল বশরের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশে দেশীয় তৈরি ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় ০৫ জন নামীয় এবং অজ্ঞাতমনামা আরও ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। (মামলা নং-১২(০৪)২২, ধারা-৪৪৭/৩২৬/ ৪২৭/৩০৭ পেনাল কোড ১৮৬০।)
ফারুককে গ্রেফতারের পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার ০১ নং এজজাহার নামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে এবং আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।