Google search engine

কারও সঙ্গে বৈরিতা নয়: পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

চ্যালেঞ্জ মোকাবিলা করার মধ্যে যে পরিতৃপ্তি আছে, সেটি অন্য কিছুতে নেই। তথ্য মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জ ছিল। আমি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে। সেই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়া অবশ্যই চ্যালেঞ্জের।

আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে সুসম্পর্ক। সেই নীতি নিয়েই আমরা সবার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলব।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে আস্থায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবিলা করেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করব, পূর্ব-পশ্চিম সবার সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাব।

- Advertisement -spot_img

সর্বশেষ