Google search engine

৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চট্টগ্রামে একুশে বইমেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ৯ ফ্রেরুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। ২৩ দিনব্যাপী এই বইমেলা শেষ হবে ২ মার্চ।

রবিবার টাইগারপাসস্থ চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন।

সভায় চট্টগ্রামের লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, পেশাজীবী ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্যদের সঙ্গে বই মেলার প্রস্তুতি নিয়ে কথা বলেন মেয়র।

মেলার স্থান হিসেবে সিআরবির শিরিষতলা এবং বিকল্প হিসেবে স্টেডিয়াম সংলগ্ন শিশু পার্ক প্রস্তাব করেন মেয়র। রেজাউল করিম বলেন, চট্টগ্রামের অমর একুশে বইমেলা আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি। আমি মনে করি সিআরবি শিরিষতলাতে স্থায়ীভাবে থাকবে। আমরা যদি বই মেলা এবার শিরিষতলায় করতে পারি, তাহলে স্থায়ীভাবে প্রতি বছর বইমেলা ওখানে করার একটা সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, মেলাকে সফল করতে যে উপ-কমিটিগুলো গঠন করা হবে, কমিটি ঠিকভাবে কাজ করলেই মেলা সফল হবে বলে আমি মনে করি। বাঙালির প্রাণের উৎসব হয়ে উঠে এক মিলনমেলা।

চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, বেগম আফরোজা কালাম, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লাহ চৌধুরী, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।

- Advertisement -spot_img

সর্বশেষ