Google search engine

ব্রাজিলে প্রবল বর্ষণে জলাবদ্ধতা, নিহত ১১

রিও ডি জেনেইরোতে প্রবল বর্ষণে রাস্তাঘাট প্লাবিত হয়ে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে।

দমকল বিভাগ রোববার এএফপিকে এ কথা জানিয়েছে।

রিওর উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে, পানিতে ডুবে গিয়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ প্রাণহানি ঘটে। রোববার সন্ধ্যায় এক নারীর গাড়ি নদীতে পড়ে গেলে তিনি নিখোঁজ হন। খবর এএফপি’র।

নগরীর অন্যতম প্রধান রাস্তা আভেনিদা ডি ব্রাসিলের কিছু অংশে পানি বেড়ে গাড়ির ছাদে পৌঁছেছে।

মেয়র এডুয়ার্ডো পেস উদ্ভূত পরিস্থিতিকে জরুরী ঘোষণা করেছেন।

তিনি সকলকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন।

জলাবদ্ধতার কারণে এক ডজন বাস লাইন ও বেশ ক’টি মেট্রো স্টেশন বন্ধ হয়ে গেছে।

- Advertisement -spot_img

সর্বশেষ