Google search engine

এমপি পদও হারিয়ে ফের সাংবাদিকতায় ফিরছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন

প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল আগেই। সম্প্রতি ব্রিটেনের পার্লামেন্ট থেকেও পদত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। সব পদ হারিয়ে ফের সাংবাদিকতায় ফিরছেন জনসন।

ব্রিটেনের অন্যতম সেরা পত্রিকা ডেইলি মেল তাঁকে কলামিস্ট হিসেবে নিয়োগ করেছে। ডেইলি মেলের তরফে জনসনকে একটি গাড়িও দেওয়া হচ্ছে ব্যবহারের জন্য। এখন থেকে প্রতি শনিবার ডেইলি মেলে কলাম থাকবে জনসনের।

ডেইলি মেল বলেছে, ‘আপনি বরিস জনসনের ভক্ত হন বা না হন, ওয়েস্টমিনস্টারসহ (ব্রিটিশ পার্লামেন্ট) বিশ্বের লাখ লাখ মানুষকে তাঁর লেখা পড়তেই হবে।’

প্রসঙ্গত, গত ৯ জুন পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন জনসন। এর আগে পার্টি গেইট কেলেঙ্কারির জেরে ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদও ছাড়তে হয়েছিল তাঁকে।

এদিকে জনসনের কেরিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। একসময় রাজনীতি আর সাংবাদিকতা দুটোই সমান তালে চালিয়েছেন তিনি। তবে কি আপাতত রাজনীতি বাদ দিয়ে সাংবাদিকতাতেই মনোযোগ দিতে চাইছেন জনসন!

- Advertisement -spot_img

সর্বশেষ