Google search engine

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকায়

বিমানবন্দরে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ড. এ কে আব্দুল মোমেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঝটিকা সফরে ঢাকায় এসেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর রুশ কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সফর হতে যাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টা ১৭ মিনিটে তিনি হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

প্রায় ২২ ঘণ্টার এই সফরে সের্গেই লাভরভ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

- Advertisement -spot_img

সর্বশেষ